প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। এই দেশটি সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে।
গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৫ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো বিশ্বের প্রথম এ দেশ যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে। খবর সিএনএন-র।
নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশ
কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ। পরে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্ব পূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিরিবাতি জুড়ে এখন একটি তারিখই থাকে।
কিরিবাতির পর, দ্বিতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ড নতুন বছরের উদযাপন শুরু করেছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজি এবং আলোকসজ্জার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আকাশে আতশবাজি ঝলকানির সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে।