যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা, নিহত ৬২

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-15 17:29:48

কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই অঞ্চলটিতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৬২ জন নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপত্যকাটির মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ভবনে বোমা হামলা চালায় ইসরাইল। এতে ৬২ জন নিহত হন। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালায় নেতানিয়াহুর সেনারা।

অঞ্চলটির জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে হতাহত হন বেশ কয়েকজন।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৬ হাজার ৭০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৬৫ জন।

মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এদিকে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুদ্ধবিরতি নিয়ে যে-সব মতানৈক্য ছিল সেগুলোতে সবপক্ষ একমতে পৌঁছেছে। এখন চূড়ান্ত ঘোষণার বিস্তারিত প্রস্তুত করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, কাতারের পক্ষ থেকে খুব দ্রুতই এ ব্যাপারে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। দেশটির রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের আলোচকরা একই ভবনে অবস্থান করছেন। তাদের মধ্যে পরোক্ষ আলোচনা হচ্ছে। যার অর্থ যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে হবে।  

এ সম্পর্কিত আরও খবর