পারমাণবিক চুক্তির যেকোনো পরিবর্তন নাকচ ইরানের

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-09-01 21:32:02

ইরান শনিবার পারমাণবিক চুক্তিতে বিশ্ব শক্তির যেকোনো পরিবর্তনকে নাকচ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি বহাল রাখায় নতুন পরিবর্তনের দাবি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৫ সালের চুক্তির কৌশলগত নাম ব্যবহার করে এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ‘এ চুক্তির ক্ষেত্রে বর্তমানে বা ভবিষ্যতে কোনো সংশোধনী মেনে নেবে না। এবং এটি জেসিপিও’র সঙ্গে সম্পর্কিত কোনো ইস্যুও মেনে নেবে না।’ ট্রাম্প শুক্রবার কয়েক মাস ধরে চুক্তি অপরিবর্তিত রাখা হলে পুনরায় পারমাণবিক সম্পর্কিত দাবি ত্যাগ করার কথা জানান।কিন্তু চুক্তি বহাল রাখায় ইউরোপীয় অংশীদারদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার দাবি পূরণ না হলে যুক্তরাষ্ট্র তা প্রত্যাহার করবে বলে জানান। তিনি বলেন, নতুন চুক্তি ইরানের পারমাণবিক পরিকল্পনা ব্যাহত করবে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, ২০১৫ সালের চুক্তির সঙ্গে পুনঃআলোচনা হবে না। জারিফ ট্রাম্পের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় বলেন, জেসিপিওএ নিয়ে পুনঃআলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের মতো করেই বিষয়টি পুরোপুরি মেনে নিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর