দ্বিতীয় দফা বৈঠক করতে ভিয়াতনামে ট্রাম্প-কিম

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-27 07:36:46

দ্বিতীয় দফা বেঠকে যোগ দিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মঙ্গলবার প্রথমে স্থানীয় সময় বিকেলে চীন-ভিয়াতনাম সীমান্ত হয়ে ট্রেনে করে হ্যানয় পৌঁছান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তাকে ভিয়াতনামের শীর্ষ পর্যায়ের নেতারা লাল গালিচা সংবর্ধনা জানান। এরপরে স্থানীয় সময় রাত নয়টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়াতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান।

বুধবার রাতে ট্রাম্প-কিমের ঐতিহাসিক ২য় দফা বৈঠক শুরুর কথা রয়েছে। ওইদিন রাতে তারা একসঙ্গে রাতের খাবার খাবেন। পরেদিনও তাদের বৈঠকের কথা রয়েছে।

বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ ও উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই বিশ্ব নেতার বৈঠক উপলক্ষে ভিয়াতনামের রাস্তায় কোরিয়া-আমেরিকার পতাকা দিয়ে সাজানো হয়েছে। দেশটির নাগরিকরা রাস্তায় দাঁড়িয়ে কিম-ট্রাম্পের ছবি সম্বলিত ব্যানার নিয়ে তাদের স্বাগত জানায়। সেখানে লেখা ছিলো… ‘মেসেজ অব পিচ’

প্রসঙ্গত, গত বছর জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক প্রথম সম্মেলন করেন এই দুই নেতা। ওই সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর করেন তারা।

এ সম্পর্কিত আরও খবর