উত্তর ভারতে বিমানবন্দর চালু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 08:56:46

পাকিস্তানের হামলার আশঙ্কায় উত্তর ভারতের প্রদেশগুলোতে বন্ধ রাখা বিমানবন্দরগুলো চালু হয়েছে। দেশটির হিমাচল, পাঞ্জাব, এমনকি জম্মু কাশ্মীরের বিমানবন্দরগুলোতে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে প্রায় সব রুটেই বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

চালু হওয়া বিমানবন্দরগুলো হলো- অমৃতসর, জম্মু, কাশ্মীর, শ্রীনগর, লেহ, কুলু-মানালি, ক্যাংরা, শিমলা ও পাঠানকোট আন্তর্জাতিক বিমানবন্দর।

তবে, এসব বিমানবন্দরে চলাচল করার ক্ষেত্রে ফ্লাইট শুরুর আগে সর্বশেষ পরিস্থিতি জানার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, সকালে দেশটির অন্তত আটটি বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় সরকার। এর কয়েক ঘণ্টা পরই খুলে দেওয়া হলো এসব বিমানবন্দর। তবে এখনও বন্ধ আছে আরও কয়েকটি প্রদেশের কয়েকটি বিমানবন্দর।

বিমানবন্দর পুনরায় চালু করা হলেও এসব রাজ্যে অত্যন্ত সতর্কাবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। বন্দরগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মাঠে রয়েছে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।

এদিকে, ভারত তাদের বিমানবন্দর পুনরায় চালু করলেও এখনও বন্ধ রয়েছে পাকিস্তানের বিমানবন্দরগুলো। দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে বাণিজ্যিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে পাক সরকার। ভারতের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালাতে পেশোয়ার বিমানবন্দর সম্পূর্ণভাবে পাক সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রাকযুদ্ধের তৎপরতা চালাচ্ছে পাক সেনারা।

এ সম্পর্কিত আরও খবর