শুক্রবার আটক পাইলটকে মুক্তি দেয়া হবে: ইমরান খান

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-26 18:51:44

ভারতের ভূপাতিত বিমানের উইং কমান্ডার অভি নন্দনকে শুক্রবার (০১ মার্চ) মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট ’মজলিশে সূরা’ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত বক্তব্যে পাইলট অভি নন্দন বর্তমানকে মুক্তি দেয়ার বিষয়টি জানান ইমরান খান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে নিজস্ব সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকাশ করেছে।

ইমরান খান তার বক্তব্যে বলেন, গতকালই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলতে চেয়েছিলাম আমরা শান্তি চাই। আমাদের কাছে একজন পাইলট আছেন। তাঁকে আমরা শুক্রবার মুক্তি দিয়ে দেব। শান্তি প্রক্রিয়া চালিয়ে নিয়ে  যেতেই এই উদ্যোগ বলে জানান ইমরান। 

ভারতীয় সামরিক বিশ্লেষকরা বিষয়টিকে পাকিস্তানের সর্বোচ্চ সৌজন্যতা বলে ব্যাখ্যা করছেন।

এর আগে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভারতের দুটি এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে পাকিস্তানের দাবি তারা ভূপাতিত ওই দুই বিমানের এক পাইলটকে আটক করতে সক্ষম হয়। প্রথম দিকে ভারত বিষয়টি অস্বীকার করে।

বুধবারই পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আটক পাইলটের একটি ভিডিও প্রকাশ করে। ১ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওতে ঐ পাইলটকে সুস্থ অবস্থায় চা পানরত অবস্থায় কথা বলতে দেখা যায়।

পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র তাদের একজন পাইলট জেট বিমানসহ নিখোঁজ রয়েছেন বলে স্বীকার করেন।

এরপর পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলটকে নিরাপদে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদের কাছে দাবি জানায় নয়াদিল্লী।

 

এ সম্পর্কিত আরও খবর