যুক্তরাজ্যে রোগীকে এইচআইভি মুক্ত করার দাবি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:36:25

যুক্তরাজ্যে অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর এক রোগীর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি বলে দাবি করেছেন চিকিৎসকরা। তাদের দাবি, এই প্রক্রিয়ায় গত ১৮ মাসে ওই রোগী এইচআইভি মুক্ত হয়েছেন এবং এখন তাকে আর এইডসের ওষুধ খেতে হচ্ছে না।

তিনিই হচ্ছেন দ্বিতীয় রোগী, এই পদ্ধতি কাজে লাগিয়ে যাকে এইচআইভি ভাইরাস মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, তা বলা যাচ্ছে না। তবুও, এইডস থেকে মুক্তি পেতে এই খবর নতুন আশার সঞ্চার ঘটিয়েছে।

গবেষকরা বলছেন, এইচআইভি থেকে সুস্থ হতে আর বেশি দিন বাকি নেই। খুব দ্রুতই এই রোগের চিকিৎসা আবিষ্কৃত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক মানুষের চিকিৎসার জন্য অস্থিমজ্জা প্রতিস্থাপনের এই প্রক্রিয়া এখনও ব্যবহারিক হয়ে ওঠেনি। তবে খুব শিগগিরই এটা সাধারণ মানুষের নাগালে চলে আসবে।

পুরুষ ওই রোগীর নাম প্রকাশ করা হয়নি। ২০০৩ সালে তার এইচআইভি ধরা পড়ে। এরই মধ্যে ২০১২ সালে তার ব্লাড ক্যান্সারও ধরা পড়ে।

ক্যান্সার নিরাময়ে তাকে কেমোথেরাপি দেওয়া হয়। একই সাথে, এইচআইভি জীবাণু অপসারণে একজন দাতার মাধ্যমে তার শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এই দুই চিকিৎসার মাধ্যমে তার শরীর থেকে ক্যান্সার ও এইচআইভি দু’টোই গায়েব হয়ে গেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে কাজ শুরু করেছেন।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর