বিশ্বের ১৭তম দূষিত শহর ঢাকা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 22:58:22

বিশ্বে দূষিত বায়ুর ৩০টি শহরের মধ্যে ঢাকা ১৭তম। শীর্ষে রয়েছে নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর গুরুগ্রাম। তাছাড়া দূষিত শহরের মধ্যে ভারতেই আছে সাতটি। ২৩তম অবস্থানে আছে কলকাতা।

বেসরকারি অলাভজনক সংস্থা আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের গবেষণায় ২০১৮ সালে দূষণের মাত্রায় বিশ্বের শহরগুলোর এই অবস্থান তুলে ধরা হয়।

এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ভারতের রাজধানী নয়াদিল্লির গুরুগ্রাম। দ্বিতীয় দূষিত শহর গোয়া। এর পরের অবস্থানে পাকিস্তানের ফয়সলাবাদ।

এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ এবং দশম পাকিস্তানের লাহোর।

এছাড়া, বিশ্বের সবচেয়ে দূষিত শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২২টি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতের, পাঁচটি চীনের, দুটি পাকিস্তানে ও একটি বাংলাদেশের।

বাতাসে পিএমটুপয়েন্টফাইভ শীর্ষক এক সূক্ষ্ম কণার উপস্থিতির মাত্রা হিসাব করে দূষণের পরিমাণ নির্ণয় করা হয়। এই কণাগুলো মানুষের ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর