স্বাস্থ্য পরীক্ষায় ট্রাম্পের মানসিক ফিটনেসের বিষয়টি নেই

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-31 06:02:50

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মানসিক ফিটনেস যাচাইয়ের বিষয়টি রাখা হয়নি।নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমবার হোয়াইট হাউজ মুখপাত্র হোগান গিডলে এ কথা জানান। মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক ফিটনেস পরীক্ষা বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র শুধুমাত্র ‘না’ বলেন। এয়ারর্ফোস ওয়ানে ব্রিফিংকালে গিডলে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগের মতোই সুস্থ আছেন। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে আগামী শুক্রবার ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার ফলাফল পরে প্রকাশ করা হবে। ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী প্রচারণাকালে তার দীর্ঘদিনের ডাক্তার হ্যারল্ড ব্রনস্টেইনের একটি চিঠি প্রকাশ করেন। তাতে বলা ছিল, ট্রাম্পের শারিরীক স্বাস্থ্য চমৎকার। ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার উপযুক্ত কি না তা নিয়ে আলোচনা নতুন নয়। তবে সম্প্রতি নিউইয়র্কের সাংবাদিক মাইকেল উলফের বই 'ফায়ার এ্যান্ড ফিউরি' প্রকাশিত হওয়া পর এ বিতর্ক আবার নতুন করে চাগিয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিচিত্র কান্ডকারখানা, একগুঁয়ে ব্যক্তিত্ব এবং কথা বলার এমন এক ভঙ্গি যা আগে ওয়াশিংটনে প্রশাসকদের মধ্যে কখনো দেখা যায়নি - এসব গত এক বছরে মার্কিন রাজনীতিকেই বদলে দিয়েছে। আবার এই একই বৈশিষ্ট্যগুলো নিয়ে সমালোচকরা ক্রমশই আরো বেশি বেশি করে প্রশ্ন তুলে চলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হবার উপযুক্ত কিনা- এবং তারা এমনকি এর প্রমাণ হিসেবে তার মানসিক স্বাস্থ্যের কথাও তুলে ধরছেন।

এ সম্পর্কিত আরও খবর