ক্রাইস্টচার্চের হামলা হওয়া দুই মসজিদেই রক্তের বন্যা বইছে। সক্রিয় বন্দুক হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৮ জন ক্রাইস্টচার্চের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
আহতদের মধ্যে বৃদ্ধ থেকে শিশু সকল বয়সের মানুষ রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আহতদের অনেকের অবস্থা ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। অন্তত ২০০ পরিবারের সদস্য তাদের স্বজনের সংবাদের জন্য অপেক্ষা করছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ (নিউজিল্যান্ড সময় অনুযায়ী) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কতজন আহত হয়েছে সেটা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ।