নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার লাইভ ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখন পর্যন্ত লাইভ ভিডিওটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে বহুবার শেয়ার হয়েছে। ভয়াবহ এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে উদ্বিগ্ন নিউজিল্যান্ডের পুলিশ।
নিউজিল্যান্ডের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে ভিডিওটি মুছে ফেলতে ইতোমধ্যে কাজ শুরু করেছে। সেই সঙ্গে ভিডিও ফুটেজটি শেয়ার না করার জন্য গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুরোধ করছেন দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
দেশটির আইনশৃঙ্খলাবাহিনী জানায়, তারা কাজ শুরু করেছে ভিডিওটি মুছে ফেলার। 'আমরা সবাইকে অনুরোধ করছি ভয়ঙ্কর এই ভিডিওটি শেয়ার না করার জন্য।'
এদিকে, ফেসবুক জানিয়েছে তারা দুর্বল চিত্তের লাইভ ভিডিওটি ইতোমধ্যে হামলাকারীর ফেসবুক থেকে মুছে ফেলেছে। সেই সঙ্গে শেয়ার করা ভিডিও’র কপিগুলোও মুছে ফেলতে কাজ শুরু করেছে ফেসবুক।