নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় ব্যাপক হতাহত হওয়ায় দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার কথা বলছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।
তিনি বলেন, ‘প্রধান হামলাকারীর কাছে লাইসেন্সকৃত অত্যাধুনিক ৫টি বন্দুক ও একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। গত নভেম্বর মাসে লাইসেন্সটি পেয়েছেন তিনি। হামলায় পাঁচটি বন্দুক ব্যবহার করা হয়েছে যার দু’টি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র।’
আর্ডান আরও বলেন, ‘বন্দুকগুলো খুঁজে পেতে হয়তো আরও সময় লাগবে, কিন্তু একটি জিনিস পরিষ্কার, আমাদের অস্ত্র আইন পরিবর্তন হবে। এর আগে সংবাদ সম্মেলনে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।’