রাশিয়া-ট্রাম্প আঁতাতের প্রমাণ মেলেনি

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 14:45:55

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সঙ্গে কোনো আঁতাত করেননি বলে একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার এ প্রতিবেদন জমা দেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান পার্টি ও রাশিয়ার মধ্যে কোনো আঁতাত হয়েছিল কিনা, তা খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয়েছিল রবার্ট মুলারকে। দেশটির বিচার বিভাগ তাকে এ দায়িত্ব দেয়।

প্রায় দুই বছর পর প্রতীক্ষিত এ তদন্তের প্রতিবেদন জমা দিলেন মুলার।

প্রতিবেদনে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তার পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কিনা সে বিষয়ে কোনো উপসংহার টানেননি মুলার। আবার ট্রাম্পের কোনো দায় ছিল না- এমন কথাও বলা হয়নি মুলারের দেওয়া রিপোর্টে।

প্রতিবেদনটি প্রকাশের পর বরাবরের মতো মতই টুইট করে এর প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প।

এতে তিনি লিখেছেন- ‘কোনো আঁতাত হয়নি, বাধাও দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের দেশকে এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা লজ্জার। ওই তদন্ত ছিল অবৈধ এবং তা ব্যর্থ হয়েছে’।

রোববার রবার্ট মুলারের দেওয়া প্রতিবেদনের একটি সারসংক্ষেপ কংগ্রেসের সামনে উপস্থাপন করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে মস্কোর কথিত আঁতাত নিয়ে পরিচালিত তদন্তের শুরু থেকেই বিরোধিতা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান দলের শীর্ষ নেতারা।

এই তদন্তকে তারা বিভিন্ন সময়ে বর্ণনা করে এসেছেন ‘উইচ হান্ট’ হিসেবে।

এদিকে, ডেমোক্রেট দলীয় নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ রিপোর্ট ও প্রয়োজনীয় প্রমাণাদি দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর