ফের সংঘর্ষে হামাস-ইসরায়েল

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আর্ন্তজাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 10:53:48

কয়েকঘণ্টা বিরতির পরে পাল্টাপাল্টি রকেট নিক্ষেপ ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ও হামাস।

হামাসসহ ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র সংগঠন ইসরায়েলের দিকে রকেট ছুড়ে। এ দাবি করে গাজার বিভিন্ন স্থাপনায় একের পর এক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

তবে এদিনের হামলায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

মিশরের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল।

কয়েক ঘণ্টা বিরতির পর মঙ্গলবার রাতে গাজা থেকে ছোড়া অন্তত দুটি রকেট হামলার অভিয়োগে ইসরায়েলও ফিলিস্তিনের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য  জানানো হয়।

সোমবার ইসরায়েলের তেল আবিবের একটি  কৃষিপ্রধান এলকায় গাজা থেকে ছোড়া রকেটে সাতজন ইসরায়েলি নাগরিক আহত হয়। এ নিয়ে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর পর থেকে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পরে ইসরায়েলি বিমান বাহিনী হামলায় আহত হন ৫ ফিলিস্তিনি।

মঙ্গলবার সীমান্ত কিছুটা শান্ত ছিল। ইসরায়েলি সেনাবাহিনীও সীমান্তে জারি করা ‘নিরাপত্তা নিষেধাজ্ঞা’ সরিয়ে নেয়।

কিন্তু রাত নামার পরপরই গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে দাবি করে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের একটি অস্ত্র কারখানা ও সামরিক কম্পাউন্ডসহ বেশ কয়েকটি স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করে।

 এদিকে গাজায় চালানো ইসরাইলের সাম্প্রতিক হামলাকে রেড লাইন বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া।

ইসরাইলকে এমন হামলা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর