আবারও চাঁদে নভোচারী পাঠাবে যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:15:27

দ্বিতীয়বারের মতো আবারও চাঁদে নভোচারী পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মার্চ) আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, 'মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা আগামী পাঁচ বছরের মধ্যে আবারও চাঁদে নভোচারী পাঠাবে।'

তার ভাষ্য, 'যেকোনো মূল্যে আগামী পাঁচ বছরের মধ্যে মার্কিন মহাকাশচারীদের চাঁদে পাঠানো হবে। সেখানে মার্কিন নভোচারীদের স্থায়িত্ব প্রতিষ্ঠার পর তাদের প্রস্তুতি হবে পরের গন্তব্য, মঙ্গল গ্রহ।'

সাম্প্রতিক সময় চাঁদের উল্টো-পিঠে চীনের চালানো রোবোটিক মিশনের প্রসঙ্গ টেনে মাইক পেন্স বলেন, 'আমরা এখনো একটা মহাকাশ- কেন্দ্রিক প্রতিযোগিতার মধ্যে রয়েছি। যেমনটি ছিলাম ১৯৬০-এর দশকে।'

চাঁদে পুনরায় মানুষ পাঠানোর ব্যাপারে আগে থেকেই পরিকল্পনা রয়েছে নাসা'র। কিন্তু মি. পেন্স-এর ঘোষণার পর এর সময়সীমাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যালাব্যামার হান্টসভিলের ন্যাশনাল স্পেস কাউন্সিলের সভায় দেয়া এক বক্তৃতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, 'আগামী ৫ বছরের মধ্যে চাঁদে আবারও মার্কিন নভোচারী পাঠানোর বিষয়টি বর্তমান প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের নীতির মধ্যেই রয়েছে। বিশ শতকে প্রথম দেশ হিসেবে চাঁদে পৌঁছাতে পেরেছিল যুক্তরাষ্ট্র, তেমনই একুশ শতকে চাঁদে মহাকাশচারী পাঠানোর ক্ষেত্রেও আমরাই হবো প্রথম জাতি।

নাসা এবার চাঁদের দক্ষিণ মেরুকে লক্ষ্যবস্তু করবে, যেটি স্থায়ী অন্ধকারাচ্ছন্ন চ্যালেঞ্জিং একটি অংশ। কিন্তু ওই অংশটি জমাট পানি বা বরফের একটি আঁধার, যাকে মহাকাশযানের জন্যে জ্বালানিতে রূপান্তর করতে চায় নাসা।

১৯৬৯ সালে চন্দপৃষ্ঠে অবতরণ করা প্রথম মানব নীল আর্মস্ট্রং বলেছিলেন, 'এটা মানুষের জন্য ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য বিশাল এক যাত্রা।'

চাঁদের বুকে হেঁটে যাওয়া প্রথম মানুষ নীল আর্মস্ট্রং-এর সেই কথার পুনরাবৃত্তি করে মি. পেন্স বলেন, 'পরবর্তী বিশাল পদক্ষেপের এখন এটাই সময়।'

সূত্র: বিবিসি বাংলা

এ সম্পর্কিত আরও খবর