কাশ্মীরে মর্টার হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 07:23:41

কাশ্মীর সীমান্তে তিন দিন ধরে চলা গোলাগুলিতে ভারতীয় মর্টারের গোলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২ এপ্রিল) পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের আইএসপিআর বলছে, নিয়ন্ত্রণ রেখার রাওয়ালাকট সেক্টরে বিনা উসকানিতে ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করে। এতে তাদের তিন সেনা নিহত হন। তারা হলেন, মোহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ ও শহিদ মানসাব।

এদিকে কাশ্মীর সীমান্ত বছেন। পুঞ্চ জেলায় নিজের বাড়িতে মর্টারের বোমা পড়লে ওই তরুণী নিহত হন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।রাবর পাক-ভারত গুলিবিনিময়ে এক ভারতীয় সেনা ও এক তরুণী নিহত হয়।

পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সর্বশেষ এ রক্তক্ষয়ের ঘটনা ঘটে।

গোলা বিনিময়ে তাদের এক সেনা নিহত ও আরও তিনজন আহত হয়েছেন বলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর জানিয়েছেন।

তবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোন আত্মঘাতী হামলায় এ হতাহতের ঘটনা ঘটেনি এবং গত মাসের পুলওয়ামার ঘটনার সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই।

এ সম্পর্কিত আরও খবর