সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-31 04:20:14

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের অনুগত সেনাবাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে গোয়েন্দাগিরি করার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেল ইয়েমেনের বিমান বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালের দিকে হাজ্জাহ প্রদেশের হির্জ এলাকার আকাশ থেকে গোয়েন্দাগিরির সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগে, গত ২৭ অক্টোবর ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি ইউরোফাইটার জেট ভূপাতিত করেছিল। তার এক মাস আগে ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছিল। এ ড্রোনটি ছিল মার্কিন জেনারেল অ্যাটোমিক কোম্পানির তৈরি করা। এছাড়া, গত জুন মাসে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ জঙ্গিবিমান রাজধানী সানার আকাশ থেকে ভূপাতিত করেছিল। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক হিসাব অনুসারে- সৌদি আগ্রাসনে ১৩ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর