মিশরে কপটিক খ্রিস্টানদের উপর হামলায় নিহত ১২

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 14:44:47

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে কপটিক খ্রিস্টানদের উপর পরপর দুইবার হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। হেলওয়ান এলাকায় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। কায়রোর দক্ষিণাঞ্চলের একটি চার্চে বন্দুকধারীরা হামলা চালালে ১০ জন নিহত হন। পরে পুলিশ হামলাকারীদের আটক করে। এ ঘটনার এক ঘণ্টা পর ওই এলাকাতেই কপটিক খ্রিস্টানদের মালিকানাধীন একটা দোকানে হামলায় দু’জন নিহত হন। প্রথম হামলার সময় চার্চের কাছে টহলরত পুলিশ লক্ষ্য করে দু’জন ব্যক্তি সন্দেহজনক আচরণ করছে। তাদের কাছে পুলিশ পৌঁছানোর আগেই তারা গুলি শুরু করে। নিহতদের মধ্যে দায়িত্বরত তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছে।এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত হামলাকারীর কাছে একটি বিস্ফোরক বেল্ট পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে তাদের আরো বড় হামলা চালালোর পরিকল্পনা ছিল। এদিকে, হামলার পর নিরাপত্তাবাহিনী রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই ইংরেজি নববর্ষ ও কপটিক ক্রিস্টমাস উপলক্ষে আয়োজিত উৎসবে নিরাপত্তা জোরদারে ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি র‌্যাপিড অ্যাকশন বাহিনী মোতায়েন ও মোবাইল নেটওয়ার্ক জ্যামিং সরঞ্জাম স্থাপন করা হয়েছে। মিশরে গত বছর একশ’রও বেশি খ্রিস্টান নিহত হয়েছে। অধিকাংশ হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিশরে মাত্র ১০ ভাগ মানুষ খ্রিস্টান।

এ সম্পর্কিত আরও খবর