৮ রাজবন্দীকে মুক্তি দিয়েছে ভেনিজুয়েলা

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-26 10:52:09

ভেনিজুয়েলা সরকার সোমবার বড়দিন উপলক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলের আটজনকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। এই নিয়ে শনিবার থেকে এ পর্যন্ত ৪৪ জনকে মুক্তি দেওয়া হলো। দেশটির ক্ষেত্রে এটি একটি ভাল ইঙ্গিত। ফোরো পেনাল মানবাধিকার গ্রুপের প্রধান আলফ্রেদো রোমারো এএফপিকে বলেন, তারা আটক থাকা রাজনৈতিক বন্দিদের একটি অংশমাত্র। রোমারো বলেন, সরকার কারাগারে রাজনৈতিক বন্দিদের ব্যয়ভার কমাতে তাদের সংখ্যা হ্রাসে আগ্রহী। দেশটিতে এখনো বিরোধী রাজনৈতিক দলের ২২৭ জনকে কারাগারে বন্দি রাখা হয়েছে। এর আগে কোন ক্রিসমাস ডে’তে এতো বেশী সংখ্যক রাজনৈতিক বন্দি কারাগারে ছিল না। ভেনিজুয়েলা সরকার এবারের বড়দিন উপলক্ষে ৮০ জন কারাবন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর