আমেথিতে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী

ভারত, আন্তর্জাতিক

খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:37:06

ভারতের নয়াদিল্লি থেকে: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে আমেথিতে মনোনয়নপত্র জমা দিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এ সময় তার মা সোনিয়া গান্ধীও তার সঙ্গে ছিলেন।

বুধবার (১০ এপ্রিল) কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শোভাযাত্রা নিয়ে আমেথিতে মনোয়নপত্র জমা দিতে যান। সেখানে তার সঙ্গে যোগ দেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

এবার নিয়ে আমেথি আসনে চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী। ২০১৪ সালে রাহুল গান্ধী এই আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শ্রুতি ইরানিকে হারিয়েছিলেন।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মের মধ্যে সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমেই গঠিত হবে নতুন লোকসভা। তবে নির্বাচনের ভোটগণনা হবে আগামী ২৩ মে। অর্থাৎ সেদিনই জানা যাবে ভারতে ক্ষমতায় কে আসবেন।

এ সম্পর্কিত আরও খবর