আমিরাতে কুয়াশার কারণে বিমান চলাচল বিঘ্নিত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-23 00:26:51

ভারি কুয়াশার কারণে রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রধান প্রধান বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। যখন দেশটিতে অবস্থানরত হাজার হাজার বিদেশী বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশে ফিরতে চাইছে ঠিক তখনই এই অবস্থার সৃষ্টি হল। সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রধান বিমানবন্দর আবুধাবি, দুবাই ও শারজাহ্য় এমিরাটসের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল, পথ পরিবর্তন অথবা বিলম্বিত হয়েছে। কুয়াশার কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে মাত্র ১শ’ মিটার দূরের জিনিষ পরিষ্কার দেখা যাচ্ছে না। এই স্বল্প দৃশ্যমানতার জন্য এখানকার অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের ফ্লাইট সময়সূচি অনুযায়ী, ভারি কুয়াশার কারণে অন্তত আরো ১শ’টি ফ্লাইট হয় গতিপথ পরিবর্তন করে আশপাশের বিমানবন্দরগুলোতে অবতরণ করেছে অথবা বিলম্বিত করা হয়েছে। দুবাই বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইটের একটি প্রধান ট্রানজিট। এছাড়াও হাজার হাজার পর্যটক বর্ষবরণ উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করতে আসে। এমিরাটস এয়ারলাইন জানিয়েছে, তারা দুবাইয়ে অন্তত ১০টি ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার থেকে দেশটির অধিকাংশ স্থান ভারি কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। কিন্তু রাতের বেলা ঠাণ্ডা আবহাওয়ায় আদ্রতা ৯৫ শতাংশ বাড়ায় কুয়াশার ঘনত্বও আরো বেড়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর