যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে নৌসদস্য গ্রেফতার

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-22 21:33:22

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ক্রিস্টমাসের সময় সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে এক সাবেক নৌসদস্যকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ৎ এভারিট অ্যারন জেমসন (২৫) নামে ওই সাবেক নৌসদস্য এফবিআইয়ের আন্ডারকভার এজেন্টদের সঙ্গে সন্ত্রাসী হামলার পরিকল্পনার ব্যাপারে আলোচনা করছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তার বাড়ি তল্লাশির সময় আগ্নেয়াস্ত্র, উইল ও হামলার দায়িত্ব স্বীকার করে লেখা একটা চিঠি পাওয়া গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করা ওই জেমসনের চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এফবিআই জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মৌলবাদী জিহাদি বিশ্বাস’ ও তথাকথিত ইসলামিক স্টেটের সমর্থনের বিষয়টি তুলে ধরে জেমসন তাদের নজরে আসে। ২০০৯ সালে জেমসন মার্কিন মেরিন কর্পসের মৌলিক নিয়োগ প্রশিক্ষণ সমাপ্ত করেন। তবে অ্যাজমায় ভোগার বিষয়টি গোপন করায় তাকে বহিষ্কার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর