ওয়ালমার্টে যুক্ত হচ্ছে প্রায় ৪ হাজার রোবট কর্মী

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-27 17:00:34

অদূর ভবিষ্যতে মানুষের বদলে যেন রোবট সব ধরণের কাজ করতে পারে সেভাবেই রোবট তৈরিতে ব্যস্ত রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সেই কারণে দিন দিন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো রোবটের দিকেই তাদের আগ্রহ বাড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালমার্ট তাদের বিভিন্ন স্টোরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রায় ৪ হাজার রোবট নিয়োগ দিচ্ছে।

রোবটের বিষয়ে গর্বের সঙ্গে ওয়ালমার্ট জানিয়েছে, এখন থেকে তাদের স্টোরগুলোতে মানুষের বদলে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট।

বিভিন্ন সেলফের তালিকা ও স্টোরের বিভিন্ন জিনিস স্ক্যান করে সাজিয়ে রাখার দায়িত্বে থাকবে রোবট।

খরচ কমাতেই এমন উদ্যোগ নিয়েছে ওয়ালমার্ট। তারা বলছে, রোবটে একবার খরচ করলে দীর্ঘমেয়াদি কাজে ব্যবহার করা যাবে যেখানে মাসে মাসে তাদের বেতন দিতে হবে না। এছাড়া রোবটের আলাদা কোনো সুযোগ সুবিধার প্রয়োজন নেই। নেই কোনো ছুটির চিন্তা। থাকবে না তাদের কোনো অভিযোগ।

ওয়ালমার্ট আরও জানিয়েছে, কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্টোরগুলোতে প্রায় ৩ হাজার ৯০০টি রোবট সংযুক্ত হবে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৮০ কোটি লোক রোবটের কারণে তাদের চাকরি হারাবে। শুধু মাত্র যুক্তরাষ্ট্রেই ৭ কোটি লোকের চাকরি হারাবার ঝুঁকি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর