ওয়েব সিরিজ ‘মোদি’ বন্ধের নির্দেশ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:11:06

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বানানো ওয়েব সিরিজ ‘মোদি’ বন্ধ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

এপ্রিল মাসের শুরু থেকেই ‘এরোস নাও’ নামের ওয়েবসাইটে এই ওয়েব সিরিজটির সম্প্রচার শুরু করেছিল। এটি সম্প্রচারের জন্য সরকারিভাবে অনুমতি না নেওয়ায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিলেন দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার। এর পরিপ্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা জারি করছে ভারতীয় নির্বাচন কমিশন।

কমিশনের মুখ্য সচিব নরেন্দ্র বুটোলিয়াকে লেখা চিঠিতে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার অভিযোগ করেন, ‘ওই সম্প্রচারের আগে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির (এমসিএমসি) অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তা নেওয়া হয়নি।

লোকসভা ভোটের দিন ঘোষণার পরই রাজনৈতিক নেতাদের নিয়ে বানানো বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।

এর আগে কমিশনের অনুমতি না পাওয়ায় নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি।

এ সম্পর্কিত আরও খবর