ভারতে তৃতীয় দফায় চলছে ভোটগ্রহণ

ভারত, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 08:52:25

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মোট ১১৭ আসনে ভোটগ্রহণ চলছে। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে নির্বাচন হচ্ছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। গুজরাট ও কেরালার সবগুলো আসনেই ভোটগ্রহণ হচ্ছে। কর্নাটকের অর্ধেক আসনে নির্বাচন চলছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ গুজরাটের গান্ধীনগর ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী কেরালার ওয়েনাডে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এজন্য তৃতীয় দফার এই নির্বাচন ভারতে বেশ আলোচিত হয়ে উঠেছে। ২০১৪ সালে এই ১১৭টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৬৬টি। এবার আসন সংখ্যা বাড়ানোর চ্যালেঞ্জ নিয়েছে দলটি।

তৃতীয় দফায় যেসব রাজ্য ও অঞ্চলে ভোট হচ্ছে-

গুজরাটের ২৬টি, কেরালার ২০টি, আসামের চার, বিহারে পাঁচ, ছত্তিশগড়ের সাত, কর্নাটক ও মহারাষ্ট্রে ১৪টি করে, উড়িষ্যায় ছয়টি, উত্তর প্রদেশে ১০, পশ্চিমবঙ্গে পাঁচ, গোয়ার দুই, জম্মু ও কাশ্মিরে একটি করে আসন।

এছাড়া, কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ অঞ্চলেও তৃতীয় দফায় চলছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ।

আরও পড়ুন: সন্ত্রাসবাদের আইইডির চেয়ে ভোটার আইডি শক্তিশালী: মোদি

এ সম্পর্কিত আরও খবর