ভোটিং মেশিনের মধ্যে সাপ

ভারত, আন্তর্জাতিক

খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 13:43:08

দিল্লি থেকে: লোকসভা নির্বাচনে কেরালার কান্নুর একটি ভোটকেন্দ্রের ভোটিং মেশিনের মধ্যে সাপ পাওয়া গেছে।

এর ফলে ঐ কেন্দ্রে ভোট প্রদানে বিঘ্ন ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। কিছুক্ষণের মধ্যে সাপটিকে ভোটিং মেশিন থেকে বের করে আনা হয়। যথারীতি আবারও ভোট শুরু হয়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কান্নুর নির্বাচনী এলাকার ময়াইল কন্দাক্কায় একটি বুথের ভোটার যাচাইকৃত পেপার অডিট ট্রিল (ভিভিপিএটি) মেশিনের মধ্যে একটি ছোট সাপ পাওয়া যায়।

সাপ দেখার পর, ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও ভোটাররা ভীত হয়ে পড়ে। সাপ দ্রুত অপসারণ করা হলে এরপর ফের ভোট শুরু হয়।

জাতীয় নির্বাচনের তৃতীয় পর্যায়ের মঙ্গলবার (২৩ এপ্রিল) কান্নুর লোকসভা নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ করছে।

কান্নুর নির্বাচনী এলাকায় বর্তমান এমপি পিকে শ্রীরামথি (সিপিআই-এম-এলডিএফ), কে সুরেন্দ্রন (কংগ্রেসের-ইউডিএফ) এবং সি কে পদ্মনাভন (বিজেপি-এনডিএ) তাদের ভাগ্য নির্ধারণে লড়ছেন।

এ সম্পর্কিত আরও খবর