ইন্টারনেটের গতিতে ১২০তম বাংলাদেশ, শীর্ষে নরওয়ে

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-25 16:44:33

ইন্টারনে স্পিডে ১২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সমীক্ষা অনুযায়ী, নভেম্বরে প্রতি সেকেন্ডে ৪.৯৭ মেগাবাইট ডাউনলোড স্পিড ছিল বাংলাদেশের। প্রথম স্থানে থাকা নরওয়ের ডাউনলোড স্পিড ৬২.৬৬ মেগাবাইট প্রতি সেকেন্ড। চীন রয়েছে ৩১ নম্বরে। ২৬.৩২ এমবিএস ডাউনলোড স্পিডে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ৪৪ নম্বর স্থানে। পাকিস্তান সেই নিরিখে আছে ৮৯ নম্বরে। ইন্টারনেট স্পিড ১৩.০৮ এমবিএস। পাকিস্তান থেকে আরও ১৯ নম্বর পিছিয়ে ভারত। মাত্র ৮.৮০ এমবিএস ডাউনলোড স্পিড ভারতের।

এ সম্পর্কিত আরও খবর