বিজেপির বাবুল সুপ্রিয়’র ওপর হামলা  

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:00:21

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র ওপর হামলা চালানো হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও রাজস্থানসহ ৯ রাজ্যে ৭২ টি আসনে ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের আসানসোলে ভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকেই সংঘর্ষ শুরু হয়।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, আসনসোলের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের গাড়িটি ভোটকেন্দ্রের বাইরে ভাঙচুর করা হয়। সেখানে বিজেপি ও রাজ্য ক্ষমতাসীন  তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বাবুল এ সময় মিডিয়াকে বলেন, ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এটা লজ্জাজনক যে আমাকে একটি গণতান্ত্রিক দেশে এ কথা বলতে হচ্ছে।

তিনি বলেন, আমি রাস্তায় আছি এবং প্রতিটি ভোটকেন্দ্রে যাচ্ছি যেখানে সমস্যা দেখা দেয়। আমি আমার  সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়েছি। লোকেরা আমাদের বলছে কেন্দ্রীয় বাহিনী দিন, আমরা আমাদের ভোট দিতে চাই।

এ আসনে বাবুল সুপ্রিয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

 

এ সম্পর্কিত আরও খবর