বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্রে ১৪২.৮৫ শতাংশ ভোট!

ভারত, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 23:06:35

এবারের লোকসভা নির্বাচনে ভারতের হিমাচল প্রদেশের তাশিগাং গ্রামের বুথে ১৪২ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে! মূলত এ কেন্দ্রে তালিকায় থাকা ভোটারের চেয়েও বেশি ভোট পড়ে।

ভোটের শেষ দিন রোববার (১৯ মে) ১৫ হাজার ২৫৬ ফুট উপরে অবস্থিত বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্রে এ কাণ্ড ঘটে।

জানা গেছে, তাশিগাঙে ভোটারের তালিকায় নাম রয়েছে ৪৯ জনের। কিন্তু সেখানে ভোট দিয়েছেন ৭০ জন। ফলে ভোটারে চেয়েও ভোটের সংখ্যা বেশি!

এ বিষয়ে কাজ়ার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জীবন নেগি জানিয়েছেন, তাশিগাঙের এবং আশপাশের গ্রাম থেকে বিভিন্ন কেন্দ্রের পোলিং অফিসাররা এসে ‘ইলেকশন ডিউটি সার্টিফিকেট’ (ইডিসি) দেখিয়ে ভোট দিয়েছেন ওই কেন্দ্রে।

ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীরা সাধারণত দু’ভাবে ভোট দিতে পারেন। প্রথমত যারা ভোট করানোর কাজে নিযুক্ত, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। দ্বিতীয় ভোটের অন্যান্য কাজে যারা নিযুক্ত, তারা ‘ইলেকশন ডিউটি সার্টিফিকেট’ (ইডিসি)-এর মাধ্যমে ভোট দিতে পারেন।

এদিকে, তাশিগাঙের নিচে, ডিজিং এলাকায়, ১২ হাজার ২৫৬ ফুট উচ্চতায় আরও একটি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। সেখান থেকেও পোলিং অফিসাররা তাশিগাঙে এসে ভোট দিয়েছেন বলে স্থানীয় সূত্রের জানা যায়।

তবে তাশিগাঙে যে ৪৯ জন রেজিস্টার্ড ভোটার ছিলেন, তাদের মধ্যে ৩৬ জন ওই বুথে ভোট দিয়েছেন। ওই ৩৬ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৫ জন মহিলা। বাকি ৩৪ জনই তাশিগাং ও অন্যান্য কেন্দ্রের পোলিং অফিসার। যারা ইডিসি দেখিয়ে তাশিগাঙে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, তাশিগাং কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি থেকে রামস্বরূপ শর্মা ও কংগ্রেসে থেকে আশ্রয় শর্মা।

এ সম্পর্কিত আরও খবর