আইফেল টাওয়ার থেকে ঝাঁপের চেষ্টা!

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-14 16:12:27

ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী এটি দেখতে আসেন। কিন্তু কী আশ্চর্য! টাওয়ারটি দর্শনে এসে এবার এর চূড়ায় উঠে নিচে ঝাঁপ দিতে চেয়েছিলেন এক দর্শনার্থী।

আশ্চর্যজনক এই কাণ্ড ঘটােতে চেয়েছিলেন একজন। ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের ১৪৯ মিটার উঁচুতে উঠে লাফ দিতে চেয়েছিলেন সেখানে ঘুরতে আসা এক দর্শনার্থী। ওই দর্শনার্থী টাওয়ারের প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপের চূড়া থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিশ্চিত করেছে।

সোমবার (২০ মে) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে লোকটিকে দ্বিতীয় লেভেলের চূড়ায় দেখা যায়।

এ ঘটনায় আইফেল টাওয়ারের আশপাশের এলাকা খালি করা হয়েছে। দর্শনার্থী ও সাধারণ মানুষদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে ঐতিহ্যবাহী এই টাওয়ারের চূড়ায় ওঠার বিষয়টি অনেকের চোখ কপালে তুলেছে।

উল্লেখ্য, সোমবার ঐতিহ্যবাহী এই টাওয়ারের ১৩০ তম অবমুক্ত দিবস ছিল। ১৮৮৯ সালের এদিনে টাওয়ারটি জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর