সন্ত্রাসী আইনে ক্রাইস্টচার্চ হামলাকারীর বিচার হবে

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 12:28:09

নিউজিল্যান্ডের প্রচলিত সন্ত্রাস আইনে ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেন্টন টারান্টের বিচার হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (২১ মে) নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

৫১ জন মানুষকে হত্যার দায়ে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত টারান্টের (২৮) বিচার হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, তার (ব্রেন্টন টারান্ট) বিরুদ্ধে সন্ত্রাসী আইনের ৬(এ) তে চার্জ গঠন করা হয়েছে। এই অনুযায়ীই তার বিচার কার্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চ ও লিনউডের দুই মসজিদে হামলা চালিয়েছে ব্রেন্টন টারান্ট। এই হামলায় ৫১ জন নিহত হয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন। তিনজন বাংলাদেশি নাগরিকও নিহত হয়েছে।

এদিকে বর্বর এই হামলার বিচার কার্য দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

এ সম্পর্কিত আরও খবর