কর্মীদের জন্য বিজেপির 'পলিটিক্যাল পুরি'

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 13:55:09

লোকসভা নির্বাচনে কর্মরত কর্মী ও সাংবাদিকদের জন্য বিশেষ পুরির ব্যবস্থা করেছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি।

দলটির দিল্লিস্থ প্রধান কার্যালয়ের ভেতরেই কারিগররা তৈরি করছেন এই পুরি। নির্বাচনকালীন সময়ের বানানো এই পুরিকে ইতোমধ্যেই অনেকেই পলিটিক্যাল পুরি বলে আখ্যায়িত করেছেন। তবে এই পুরিটি দেশটিতে স্ট্রিট ফুড হিসেবে বেশ প্রসিদ্ধ।

তবে ভোট গণনার ফলাফল অনুযায়ী, বিজেপির এই বিশেষ পুরির আয়োজন বৃথা যাবে না বলেই মনে হচ্ছে।

এখন পর্যন্ত ভোট গণনায় বেশ এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মোদি সরকার।

প্রায় তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে এনডিপি। বিপরীতে শতাধিক আসনে জয়লাভের অপেক্ষায় রয়েছে কংগ্রেস। ভারতের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের ২৭২টি পেলেই একটি দল বা জোট সরকার গঠন করতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এবারের লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ধাপ গত ১৯ মে শেষ ধাপের ভোট সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর