‘যুদ্ধ ছাড়াই বছরে ১৬০০ সেনা হারাচ্ছে ভারত’

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 00:36:48

ভারত প্রতি বছর কোনো যুদ্ধ ছাড়াই অন্তত ১,৬০০ সেনা হারাচ্ছে। দুর্ঘটনা ও আত্মহত্যার কারণে এসব সেনা প্রাণ হারাচ্ছে। বিভিন্ন গেরিলা গোষ্ঠী ও কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে গোলাগুলিতে যত সেনা মারা যায়, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যার কারণে তার চেয়ে বেশি সেনা মারা যায়। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ তথ্য দিয়েছে। পত্রিকাটি বলেছে, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ৩৫০ জন সেনা, নৌ ও বিমান বহিনীর সদস্য মারা যায়। এছাড়া, প্রতি বছর গড়ে ১২০ জন সেনা জীবন হারায় আত্মহত্যা কারণে। আর যেসব কারণে ভারতীয় সেনা মারা যায় তা হচ্ছে প্রশিক্ষণকালীন দুর্ঘটনা ও স্বাস্থ্যগত জটিলতা। বিশ্বের যেসব দেশে ভয়াবহ মাত্রায় সড়ক দুর্ঘটনা ঘটে ভারত তার অন্যতম। এছাড়া দেশটিতে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনাও ঘটে। তবে সুশৃঙ্খল বাহিনীতে যখন এসব কারণে অনেক উঁচু মাত্রার মৃত্যুহার তখন তা অনেকের জন্য উদ্বেগের কারণ। দেশটিতে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬,৫০০ সদস্য মারা গেছে।

এ সম্পর্কিত আরও খবর