কোটি কোটি মানুষ এই গরিবের ঝোলা ভরেছে: মোদি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 17:41:02

নিরুঙ্কুশ জয়ের পর নরেন্দ্র মোদি সহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। দেশটির রাজধানী দিল্লির ওই কার্যালয়ে আছেন দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও।

লোকসভা নির্বাচনে বিশাল এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে টুইটসহ বেশ কিছু জায়গায় অনুভূতি ব্যক্ত করেছেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উদ্ধৃতি এখানে দেওয়া হলো।

১. ভারতের মানুষকে আমি মাথা নত করে ধন্যবাদ জানাই।

২. দেশব্যাপী ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার মধ্যে এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের হার দেখা গেছে।

৩. আজ কোটি কোটি মানুষ দেখিয়েছেন যে, তারা এই গরিব মানুষটির ঝোলা ভরেছেন।

৪. আজকের এই রায় শুধু ভারতে নয়, সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। সাধারণ গণতন্ত্র চর্চার এই মুহূর্ত পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে।

৫. ভগবান কৃষ্ণকে যখন বলা হয়েছিল, আপনি কার জন্য এসেছেন। তিনি বলেছিলেন, ‘আমি কোনো ব্যক্তি বা মানুষের জন্য আসিনি। আমি হস্তিনাপুরের জন্য এসেছি।’ সুতরাং আজকে যদি কেউ জিতে থাকে, তবে ভারতের জয় হয়েছে। আজকে গণতন্ত্রের এই আয়োজনে যদি কেউ জয়ী হয়, তাহলে সাধারণ মানুষের জয় হয়েছে। কাজেই এই জয় আমি ভারতের সাধারণ মানুষের পদতলে সমর্পণ করি।

৬. অনেক রাজ্যে নির্বাচন হয়েছে, প্রত্যেক রাজ্যে নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই। আমি ভারতের এই ফেডারেল ব্যবস্থা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিবাদন জানাই।

৭. বিজেপি বিশেষ একটি দল, আমাদের কেউ রুখতে পারে না। কেউ আমাদের পেছনে টেনে নিতে পারে না। আমরা নিরলসভাবে কাজ করে যাই।

৮. আমরা কখনও হার মানিনি। আমরা পথ থেকে সরে দাঁড়াইনি। আমরা আমাদের লক্ষ্যে স্থির থেকেছি এবং কঠোর পরিশ্রম করেছি।

সূত্র: এনডিটিভি।

এ সম্পর্কিত আরও খবর