মে'কে ক্যামেরনের সান্ত্বনা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:34:21

থেরেসা মে’র দুঃখ ডেবিড ক্যামেরনের চেয়ে ভালো আর কে বুঝবে? তাদের মধ্যে একটা মিল রয়েছে। দুইজনই একই কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

ডেবিড ক্যামেরন ২০১৬ সালে পদত্যাগের পর প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন মে। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে তাকেও পদত্যাগ করতে হয়েছে।

তবে মে’র পদত্যাগকে 'শক্তিশালী ও সাহসী' বলে সান্ত্বনা দিয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।

এক বিবৃতিতে ক্যামেরন বলেন, ‘নিজের সময় শেষ হয়েছে জেনে আরেকজনের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া কতটা যন্ত্রণার সেটা আমি বুঝি।‘

মে পদত্যাগ করে দেশের স্বার্থে যে ত্যাগ করেছেন সেটা পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের পর আর ক্ষমতায় টিকে থাকতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার (২৪ মে) তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তবে পদত্যাগের ঘোষণা দিলেও আগামী ৭ জুন থেকে তার তা কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও খবর