নেপালে বিস্ফোরণে চারজন নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-23 00:28:36

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (২৬ মে) বিকেলে তিনটি স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি কাঠমান্ডু শহরে এবং বাকি দুইটি শহরের বাইরে।

ধারণা করা হচ্ছে, এ বিস্ফোরণের ঘটনায় উন্নত ধরনের বিস্ফোরক উপাদান ব্যবহার করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায়, বিস্ফোরণের কাছাকাছি এলাকায় মাওবাদী স্প্লিন্টার গ্রুপের সন্দেহজনক প্রচারপত্রের সন্ধান পেয়েছে। এই একই গ্রুপের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে কাঠমান্ডুতে আরও একটি বিস্ফোরণের ঘটনার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় একজন নিহত হয়েছিল।

যদিও এখন পর্যন্ত কাঠমান্ডুতে রোববারের বিস্ফোরণের ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

পুলিশ কর্মকর্তা শ্যাম লালগাওয়ালী জানান, ওই বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। অপরজন হাসপাতালে নেয়ার পরে মারা গেছেন।

জানা গেছে, কাঠমান্ডু শহরের উপকণ্ঠে একটি বাড়িতে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ওই এলাকার ১৭ বছর বয়সী শিক্ষার্থী গোবিন্দ ভাণ্ডারী সংবাদ সংস্থা রয়টার্সকে বলে, ‘ঘটনার সময় আমি একটি বিকট শব্দ শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির দেয়ালে ফাটল দেখতে পেয়েছি। আর ফাটলটি বিস্ফোরণের কারণে হয়েছে।’

হামলার ঘটনায় প্রথম বিস্ফোরণে মারা যায় একজন। অন্যদিকে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনায় মারা যায় আরও তিনজন। যা একটি সেলুনের পাশে ঘটে।

তৃতীয় বিস্ফোরণ ঘটে কয়েক ঘণ্টা পরে। এ ঘটনায় বিস্ফোরক উপাদান বহনকারী ২ সদস্য আহত হয়।

ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলগুলোতে অবস্থান নিয়েছে এবং তদন্ত করছে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর