মোজায় দুর্গন্ধ তাই…

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-22 07:56:11

মোজায় দুর্গন্ধ হওয়াকে স্বাভাবিক বলে ধরে নেন অনেকেই। বিশেষ করে গ্রীষ্মপ্রধান অঞ্চলে তো মোজায় দুর্গদ্ধ না হওয়াই অস্বাভাবিক। কিন্তু মোজায় দুর্গদ্ধের জন্য পুলিশ গ্রেফতার করার নজির নেই। তবে এ ঘটনায়ই ঘটেছে ভারতের হিমাচল প্রদেশ থেকে রাজধানী নয়াদিল্লিতে যাওয়ার পথে। পুলিশ জানায়, প্রকাশ কুমার (২৭) নামে এক তরুণের মোজায় দুর্গন্ধ হওয়ায় বাসের যাত্রীরা তাকে মোজা খুলে বাসের জানালা গিয়ে ছুঁড়ে ফেলতে বলেন। কিন্তু প্রকাশ মোজা খুলতে অস্বীকৃতি জানানোর পর যাত্রীদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে যাত্রীরা বাস চালককে হিমাচল প্রদেশের একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা। তবে প্রকাশের দাবি, তার মোজায় মোটেও দুর্গন্ধ ছিল না এবং যাত্রীরা তার সঙ্গে ‘বিনা কারণে’ ঝগড়া করেছেন। প্রকাশকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর