লউ পিওলি, ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের কারণে কলেজ শেষ করতে পারেননি তিনি। যে কারণে জীবনের সবকিছু অর্জন করা ৯৯ বছর বয়সী পিওলির জীবনের একটাই আফসোস ছিল কলেজ ডিগ্রি।
পিওলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত নায়গ্রা বিশ্ববিদ্যালয়ে ডেন্টিস্ট হওয়ার লক্ষ্যে পড়াশুনা শুরু করেছিলেন। পড়ালেখা করা অবস্থাতেই তিনি সেনাবাহিনীতে যোগদানের জন্য ড্রাফটে অংশ নেন। ড্রাফটে সুযোগ পেয়ে গেলে বোর্ড চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন তার বিশ্ববিদ্যালয়টা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।
তবে তিনি সেই সুযোগ পাননি।
যুদ্ধ থেকে ফিরে তিনি ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে তিনি বিমান পরিচালনা করতেন। যুদ্ধ শেষে তিনি ইনস্যুরেন্স ব্যবসা শুরু করেন।
তবে তার মেয়ে লো আন মনে করেন তার পিতার আরও একটি সম্মান পাওয়া বাকি রয়েছে। সেটা হচ্ছে কলেজ ডিগ্রি।
সে নায়গ্রা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন এবং পুরো ব্যাপারটা তুলে ধরেন। পিওলি এখনো বিশ্ববিদ্যালয়ের বেগুনী রঙের টাই যত্ন করে রেখে দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার (২৭ মে) পিওলির সম্মানে একটি অনুষ্ঠান পরিচালনা করেন যেখানে তার হাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হয়।
সম্মানসূচক ডিগ্রি পেয়ে তার মেয়ে লউ আন পিওলি বলেন, আমি খুবই খুশি এমন একটি মুহূর্ত সে উপভোগ করতে পেরেছেন।