রাহুলকে হারিয়ে ১৪ কি.মি খালি পায়ে হেঁটে মন্দিরে গেলেন ইরানি

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 12:40:35

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বড় চমকগুলোর একটি হলো- দেশটির উত্তর প্রদেশের আমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে জয় পেলেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

তবে রাহুলকে হারিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি ঈশ্বর প্রার্থনায়ও মেতেছেন তিনি। তাইতো এবার ১৪ কিলোমিটার খালি পায়ে হেঁটে মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন।

আর মন্দিরমুখী এই যাত্রায় ইরানির সঙ্গী ছিলেন তার কাছের বন্ধু একতা কাপুর। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি স্নাইপেট ভিডিও প্রকাশ করেন। যেখানে তারা দুইজন বিখ্যাত এই মন্দিরে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন।

তবে খালি পায়ে ১৪ কিলোমিটার হেঁটে মন্দিরে যাওয়ার বিষয়টিকে সম্পর্কে অনেকেই বলছেন, রাহুলের বিপক্ষে জয় পাওয়ায় ইরানির এমন ঈশ্বর ভক্তি।

ইতোমধ্যেই ইরানির এই জয় জায়ান্ট কিলার হিসেবে খ্যাতি পেয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে স্মৃতি ইরানি বিজেপিতে যোগ দেন। এরপর দিল্লির চাঁদনিচক থেকে নির্বাচনে লড়লেও জয় পাননি এই অভিনেত্রী। ২০১৪ সালেও আমেঠিতে রাহুলের বিপক্ষে পরাজয় বরণ করতে হয়েছিল তাকে। তবে এবার কংগ্রেসের ঘরের মাঠেই রাহুলকে হারিয়ে দিয়ে আলোড়ন তোলেন ইরানি।

এ সম্পর্কিত আরও খবর