সংঘাত ভুলে মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 10:06:36

মাত্র কয়েকদিন আগেও একজন আরেকজনকে ছেড়ে কথা বলেননি। এবার ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় মোদি-মমতার দা-কুমড়ার সম্পর্ক সবাই দেখেছে। ভোটের মাঠে ভারতের সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে ছিলেন এই দুইজন।

তবে নির্বাচন শেষ। জয় পরাজয় নির্ধারণ হয়ে গেছে। সময় হয়েছে বৈরী সম্পর্কের ইতি টেনে নতুনভাবে এগিয়ে যাওয়ার।

তাইতো বৃহস্পতিবার (৩০ মে) নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য বুধবারই (২৯ মে) দিল্লির উদ্দেশে রওয়ানা হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তবে মমতাকে উদ্দেশ্য করে মোদির আমন্ত্রণটাও ছিল অসাধারণ। ‘প্রচারে কে কী বলেছেন, মনে না রেখে সকলে মিলে উন্নয়নের কাজ করতে চান বলে মোদি সবাইকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

এদিকে মোদির শপথ অনুষ্ঠানে মমতার যাওয়াটাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। কারণ পরবর্তীতে পশ্চিমবঙ্গের ইস্যুতে মোদি-মমতার এক টেবিলে বসে সিন্ধান্ত নিতে হবে। কারণ এখনো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন।

এ বিষয়ে মমতা বলেন, ‘‘সংবিধানে কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে। এটা সাংবিধানিক সৌজন্যতা। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ গ্রহণের যখন আমন্ত্রণ পাই, তখন চেষ্টা করি যাওয়ার।‘

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ২২টি পেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। বিপরীতে ১৮টি আসন পেয়েছে বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি এই রাজ্যে মাত্র দুটি আসন পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর