গুগলের ৫৮ মিলিয়ন ডলার ফিরিয়ে দিলেন সুন্দর পিচাই

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:34:34

গুগলের প্রস্তাবিত ৫৮ মিলিয়ন ডলার (৪৯০ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা) ফিরিয়ে দিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

তিনি বলেন, `গুগল থেকে আমি বেতন হিসাবে অনেক বেতন পাই। আমার আর বাড়তি কিছু প্রয়োজন নাই।’

তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে কানাঘুষা। পিচাই ঠিক কত টাকা ফেরালেন, কেন ফেরালেন?

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গুগল তাদের রেস্ট্রিকটেড স্টক (কর্মীদের দেওয়া হয় এমন শেয়ার) অফার করেছিল পিচাইকে। তার পরিমাণ ছিল ৫৮ মিলিয়ন ডলার। এই রেস্ট্রিকটেড স্টক পেতে হলে কিছু শর্তাবলী মানতে হয় কর্মীদের। এছাড়া এই পরিমাণ শেয়ার নিলে ভবিষ্যতে পিচাইকে বিভিন্ন রকম বিতর্কে পড়তে হতে পারে, এই ভাবনা থেকে গুগলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

২০১৪ সালে তৎকালীন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ল্যারি পেজের কাছ থেকে সংস্থার সর্বোচ্চ ক্ষমতা চলে আসে পিচাইয়ের হাতে। তার পরের বছর ২০১৫ সালে তাকে গুগলের সিইও করা হয়। তখনই তিনি আড়াইশো মিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার পান। তার পর ২০১৫ এবং ২০১৬ সালেও তাকে ১০০ মিলিয়ন ডলারের স্টক দেয় গুগল। ২০১৬ থেকে পিচাইয়ে বেতন হয় বছরে সাড়ে ৬ লাখ ডলার। এর সঙ্গে সঙ্গে আছে আরও অনেক সুযোগ সুবিধা।

এ সম্পর্কিত আরও খবর