মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারত, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 15:43:53

মোদি-২ সরকারের মন্ত্রিদের নিজে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিজেপি সভাপতি অমিত চন্দ্র শাহ। গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হয়েছেন স্মৃতি ইরানি।

গত মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করা নির্মলা সীতারমণকে এবার অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায়  নির্মলা সীতারমণকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।  

দেখে নিন এক নজরে মোদি নতুন  মন্ত্রিসভায় কার কী দায়িত্ব

কেবিনেট

১.  নরেন্দ্র মোদী- প্রধানমন্ত্রী, মহাকাশ, পরমাণু, কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন

২.  রাজনাথ সিং -  প্রতিরক্ষা

৩. অমিত শাহ – স্বরাষ্ট্র

৪. নীতিন গডকরি  - সড়ক পরিবহন ক্ষুদ্র ও মাঝারি শিল্প

৫.  ডি ভি সদানন্দ গৌড়া -   রাসায়নিক ও সার

৬. রামবিলাস পাসোয়ান- ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবণ্টন দপ্তর

৭. নির্মলা সীতারমণ -  অর্থ ও কর্পোরেট বিষয়ক

৮.  রামবিলাস পাসোয়ান - ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন দপ্তর

৯.  নরেন্দ্র সিং তোমার-কৃষিমন্ত্রী ও কৃষক উন্নয়ন গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত রাজ

১০.  রবিশঙ্কর প্রসাদ,-আইনমন্ত্রী তথ্য ও যোগাযোগ,আইটি

১১.  হারসিমরাত কৌর বাদল -খাদ্য প্রক্রিয়াকরণ

১২.  থাওয়ার চাঁদ গেহলত  - সামাজিক ন্যায় এবং পরিবেশ

১৩.  এস জয়শঙ্কর  - বিদেশ

১৪.  রমেশ পখরিয়াল- মানব সম্পদ.

১৫. অর্জুন মুন্ডা-  উপজাতি বিষয়ক

১৬. স্মৃতি জুবিন ইরানি- নারী ও শিশুকল্যাণ, বস্ত্র মন্ত্রণালয়

১৭. হর্ষবর্ধন  -   স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান দফতর

১৮. প্রকাশ জাভড়েকর- পরিবেশমন্ত্রী আবহাওয়া পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার

১৯.  পীযূষ গোয়েল - রেল এবং বাণিজ্য

২০. ধর্মেন্দ্র প্রধান - পেট্রোলিয়াম স্টিল 

২১.  মুক্তার আব্বাস নাকভি -  সংখ্যালঘু উন্নয়ন

২২. প্রহ্লাদ জোশি- সংসদ বিষয়ক, কয়লা

২৩. মহেন্দ্রনাথ পান্ডে - দক্ষতা মন্ত্রণালয়

২৪. অরবিন্দ সাওয়ান্ত - ভারী শিল্প

২৫. গিরিরাজ সিং- পশু পালন, মৎস্য

২৬.  গজেন্দ্র সিং শেখাওয়াত -  জলশক্তি

প্রতিমন্ত্রী (স্বাধীন)

১. সন্তোষ কুমার -   শ্রম এবং পরিবেশ

২. রাও ইন্দ্রজিৎ সিং - পরিসংখ্যান এবং পরিকল্পনা

৩.  শ্রীপাদ নায়েক -  যোগ এবং আয়ুষ প্রতিরক্ষা

৪. জিতেন্দ্র সিং-  উত্তর পূর্ব উন্নয়ন প্রধানমন্ত্রী দপ্তর মহাকাশ

৫. কিরেন রিজিজু - সংখ্যালঘু উন্নয়ন

৬.  প্রহ্লাদ সিং প্যাটেল -  সংস্কৃতি ও পর্যটন

৭. রাজ কুমার সিং-  বিদ্যুৎ দক্ষতা 

৮. হরদীপ সিং পুরি -  উন্নয়ন এবং আবাসন, অসামরিক বিমান পরিবহন

৯. মানসুখ এল মান্ডবি -  জাহাজ মন্ত্র রসায়ন এবং সার

প্রতিমন্ত্রী

১. এফ কুলাস্তে  -স্টিল মন্ত্রী

২. অশ্বিনি কুমার চৌবে-  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

৩. অর্জুন রামপাল মেঘওয়াল -  সংসদ বিষয়ক,ভারী শিল্প

৪.  ভি কে সিং-সড়ক পরিবহন 

৫. কৃষ্ণ পাল -সামাজিক ন্যায়

৬. ডি আর দারাদো -    ক্রেতা সুরক্ষা এবং গণবন্টন

৭. জি কিষান রেড্ডি -  স্বরাষ্ট্র

৮. পুরুষোত্তম রুপালা -কৃষি এবং কৃষক উন্নয়ন

৯. রামদাস আঠায়োলে-সামাজিক ন্যায়

১০. নিরঞ্জন জ্যোতি -গ্রামোন্নয়ন বিষয়ক

১১. বাবুল সুপ্রিয় -পরিবেশ বন এবং আবহাওয়া পরিবর্তন

১২. সঞ্জিব কুমার বালিয়ান -মৎস্য

১৩. ধত্রে সঞ্জয় শ্যামরাও-মানব সম্পদ উন্নয়ন

১৪.  অনুরাগ সিং ঠাকুর -অর্থ কর্পোরেট

১৫. অঙ্গদি  সুরেশ - রেল

১৬. নিত্যানন্দ রাই -স্বরাষ্ট্র

১৭. রতনলাল কাটারিয়া -জনশক্তি, সামাজিক উন্নয়ন সামাজিক ন্যায়

১৮. ভি মুরালিধরন -বিদেশ সংসদ বিষয়ক

১৯. রেনুকা  সিং সূত্র -উপজাতি বিষয়ক

২০. সোমপ্রকাশ-বাণিজ্য

২১. রামেশ্বর তেলি -খাদ্য প্রক্রিয়াকরণ

২২. প্রতাপচন্দ্র সারঙ্গী-ক্ষুদ্র ও মাঝারি শিল্প মৎস্য

২৩. কৈলাস চৌধুরি-কৃষি এবং কৃষক উন্নয়ন

২৪.  দেবশ্রী চৌধুরী-নারী ও শিশু কল্যাণ

এ সম্পর্কিত আরও খবর