আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-08 10:09:36
বিশ্বজুড়ে মুসলিমরা উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সম্প্রীতি ও ঐক্যর বন্ধনে আবদ্ধ হয়ে মুসল্লিরা মেতে ওঠেন এই উৎসব আয়োজনে।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পর বিশ্বের বিভিন্ন স্থানের মুসলিমরা মঙ্গলবার (৪ জুন) ও বুধবার (৫ জুন) এ উৎসব উদযাপন করছেন। এ বছর ২৯টি রোজা শেষে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় ঈদুল ফিতর।
সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ইরাক ও নাইজেরিয়ায় মঙ্গলবার ঈদ উদযাপিত হয়। অপরদিকে, মিশর, সিরিয়া, জর্ডান, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য দেশের মুসলিমরা বুধবার ঈদ উদযাপন করছেন।
বার্তা২৪.কম-এর পাঠকদের জন্য বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপনের কিছু স্থির চিত্র তুলে ধরা হলো