প্রাউত চ্যান-ওচা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 03:45:51

সাবেক সামরিক সরকার প্রধান প্রাউত চ্যান-ওচা থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জুন) সংসদের নিম্নকক্ষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও উভয় কক্ষের ভোটে জয়ী হন তিনি।

উভয়কক্ষের ৭৫০ সদস্যের মধ্যে অর্ধেকেরও বেশি ভোট পান চ্যান-ওচা। পলাং প্রসাধ পার্টি (পিপিআরপি) নামের সামরিক সমর্থিত জোট থেকে মনোনীত হন ৬৫ বছর বয়সী চ্যান-ওচা।

এদিকে দেশটির প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক ফুমথাম ওয়েচায়াচাই ২৪ মার্চের ভোটদান অনুষ্ঠানকে একটি সাজানো নির্বাচন বলে দাবি করছেন।

থাই রাজনীতি এখন সামরিক কর্তৃত্বের দ্বারা নিয়ন্ত্রিত বলে সমালোচনা করছেন বিশ্লেষকরা। অবশ্য সামরিক জোট ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের মধ্যে দলীয় সংঘাতের কারণে বেশ কয়েক বছর ধরেই থাইল্যান্ডের রাজনীতি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে গিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর