পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারি গ্রেফতার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 00:33:31

অর্থ পাচার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১০ জুন) দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, আসিফ জারদারিকে ভুয়া ব্যাংক হিসাবের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় আটকের আগে জামিনের জন্য আবেদন করলে সেটি নাকচ করে দেয় দেশটির উচ্চ আদালত। এরই প্রেক্ষিতে তাকে আটক করে। এই মামলায় তার বোনকেও আটক করা হয়েছে।

ইসলামাবাদের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি দেশটির সংসদের তৃতীয় বৃহত্তম পিপলস পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

এর আগেও দুর্নীতি মামলায় কারাভোগ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

আসিফ জারদারি দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। তবে তাকে পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট বলা হয়ে থাকে।

১৯৯০ সাল থেকে ২০০ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর তিনি জেলে কাটিয়েছেন। সরকারি কাজে কমিশন নেওয়ার জন্য দেশটিতে তাকে মি. ১০ পার্চেন্ট বলে সম্বোধন করা হয়ে থাকে।

এ সম্পর্কিত আরও খবর