ফ্লায়িং ট্যাক্সি নিয়ে আসছে ‘উবার এয়ার’

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 09:11:22

আন্তর্জাতিক বাজারে উবার নিয়ে আসছে ফ্লায়িং ট্যাক্সি সার্ভিস ‘উবার এয়ার’।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে যাত্রা শুরু করতে যাচ্ছে উবার এয়ারের বিশেষ এই সার্ভিসটি।

২০২০ সাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট শুরু করবে উবার এয়ার। পরবর্তীতে ২০২৩ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে উবার ফ্লায়িং ট্যাক্সি।   

বিবিসিকে দেওয়া বরাতে জানা যায়, ভবিষ্যৎ বাজারে ট্রাফিক কমাতে সাহায্য করবে উবার ফ্লায়িং ট্যাক্সি। মেলবর্নের কেন্দ্রীয় বানিজ্যিক জেলা থেকে বিমানবন্দরের ১৯ কিলোমিটারের পথ যেতে সময় লাগে ১ ঘন্টা। সেখানে উবার এয়ারে সময় লাগবে মাত্র ১০ মিনিট।

ইতোমধ্যে নাসা ও ইউএস আর্মির সাথে ফ্লায়িং ট্যাক্সিটি নিয়ে কাজ শুরু করেছে উবার। এমব্রার ও পিপস্ট্রাল নামক দুটি উড়োজাহাজ নির্মাতাও আছে এই বোর্ডে।  

গতবছর প্রতিষ্ঠানটি ফ্লায়িং ট্যাক্সি নিয়ে কাজ করার জন্য প্যারিসে একটি গবেষণাগার খুলবে বলে ঘোষণা দেয়।

এ সম্পর্কিত আরও খবর