ওমান সাগরে তেলের ট্যাংকারে বিস্ফোরণ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 10:36:50

ওমান সাগরে দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখান থেকে ৪৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে ইরানের তল্লাশি ও উদ্ধারকারী দল।

আন্তজার্তিক গণমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ জুন) ওমান সাগরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটিত সকাল ৮টা ৫০ মিনিটে এবং অন্যটিতে ৯টা ৫০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। জীবন বাঁচাতে নাবিকরা সাগরে ঝাপ দেন।

ইরানের একটি স্থানীয় সংবাদসংস্থা জানায়, ইরানের উদ্ধারকারী জাহাজ একটি তেল ট্যাংকার থেকে ২৩ জন ক্রুকে এবং অন্যটি থেকে ২১ জন ক্রুকে উদ্ধার করে।

এদিকে, যে দুটি ট্যাংকারে বিস্ফোরিত হয়েছে তার একটি নরওয়ের মালিকানাধীন। জাহাজটি তাইওয়ানের জন্য ৭৫ হাজার টন তেল বহন করছিল। অন্যটি পানামার মালিকানাধীন জাহাজ যা সিঙ্গাপুরের একটি কোম্পানির জন্য তেল বহন করছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, খবরটি প্রকাশ্যে আসার পরই তেলের দাম চার শতাংশ বেড়ে যায়। এক ব্যারেল প্রমাণ ব্রেন্ট তেলের দাম তিন শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ায় ৬১.৭৪ ডলার।

ইরান সরকার বিষয়টিকে সন্দেহজনক বলে দাবি করেছেন। ঘটনার পেছনে কে আছে সেটা তাদের কাছে পরিষ্কার নয় বলে মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও খবর