১০০ শিশুর মৃত্যুর সংবাদ সম্মেলনে মন্ত্রীর প্রশ্ন- কত উইকেট গেছে!

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:54:42

ভারতের বিহারে একটি রোগে ১০০ শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার (১৬ জুন) এমন গুরুতর একটি বিষয়ে সংবাদ সম্মেলনে বসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে। সংবাদ সম্মেলনের মধ্যেই সাংবাদিকদের কাছে মন্ত্রী জানতে চান ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের স্কোর!

এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ায় ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গল পান্ডের ব্যাপক সমালোচনা চলছে। তার পদত্যাগের দাবিও উঠেছে।

বিহারের মুজাফফরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডেসহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আশ্বিনী কুমার চৌবে উপস্থিত ছিলেন।

গত দুই সপ্তাহের মধ্যে এনসেফালাইটিস রোগের কারণে শতাধিক শিশুর মৃত্যু হয়। এছাড়া নান বিষয়ে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। এসময় এই ধরনের ট্রাজেডির পুনরাবৃত্তি রোধ করা নিয়ে কথা হচ্ছিল।

হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে সাংবাদিকদের প্রশ্ন করে বসেন- ‘এখন পর্যন্ত কত উইকেট পড়েছে?’ সাংবাদিকদের পক্ষ থেকে উত্তর আসে- ‘চার উইকেট।’

উল্লেখ্য, ওই সময় ম্যানচেস্টারের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারত ও পাকিস্তান লড়াই করছিল।

আরও পড়ুন: বিহারে ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

এ সম্পর্কিত আরও খবর