যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:33:57

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান পদত্যাগ করেছেন। বুধবার (১৯ জুন) তিনি পদত্যাগ করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প মঙ্গলবার (১৮ জুন) এক টুইট বার্তায় তাকে অব্যাহতি দেওয়ার কথা জানান।

একই সঙ্গে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা মার্ক এস্পারের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

পদত্যাগের আগের দিন শানাহান জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছরে ডিসেম্বরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জিম মেটিস। তারপর এই পদে শানাহানকে নিয়োগ দেওয়া হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর