মার্ক ফিল্ডের হাতে গ্রীনপিসের নারী কর্মী লাঞ্ছিত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 06:30:55

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের পররাষ্ট্র দফতরের এমপি মার্ক ফিল্ডের হাতে গ্রীনপিসের নারী কর্মীকে লাঞ্ছিত ও গায়ে হাত তোলার অভিযোগ এসেছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানায়, বৃহস্পতিবার (২০ জুন) রাতে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের বক্তৃতার শুরুতে ঐ নারী কর্মী তাকে বাধা দেওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে মার্ক ফিল্ড তাকে বাধা দেন এবং ঘাড় ধরে বের করে দেন। অনুষ্ঠানে উপস্থিত টিভি সাংবাদিকদের ক্যামেরার উঠে আসে ঘটনার ভিডিও ফুটেজ।

নারী কর্মীকে লাঞ্ছিত করার মুহুর্তের একটি দৃশ্য 

 

মার্ক ফিল্ডের এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে তার পক্ষ নিয়েও কথা বলছেন। যদিও এই ঘটনা শেষে চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড, মার্ক ফিল্ডের আচরণের জন্য ক্ষমা চান।

এদিকে, গ্রীনপিস যুক্তরাজ্যর মন্ত্রী পরিষদে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।  

সূত্র: বিবিসি 

এ সম্পর্কিত আরও খবর